Sarita Ahmed thinking about ধর্মের ধ্বজভঙ্গ দশা !
যারা বিশ্বাস করেন শিবরাত্রিতে উপোস করে শিবের লিঙ্গে দুধ ঢাললে #ভাল_স্বামী পাওয়া যায় , তারা ও তাদের সমমনষ্কদের এটাও বিশ্বাস করা উচিৎ , অম্বুবাচীর সময় উপোস করে কামাখ্যার রজঃস্বলা সতীযোনীতে দুধ ঢাললে #ভাল_স্ত্রী পাওয়া যায় ।
অম্বুবাচীর রজঃস্বলা সতীযোনী পূজা উপলক্ষে মেলা , ভিড় , আয়োজন , প্যাকেজ এত কিছু । অথচ সেই মন্দিরই থাকে বন্ধ ওই বিশেষ ৪ দিন । তা যার জন্য এত আড়ম্বড় , আয়োজন সেই দেবী যোনীই দর্শন বন্ধ রেখে মেলা করার কী অর্থ ?
ধর্মের কারবারিদের ডিকহেড স্বত্ত্বা তাদের রক্তে লালিত হয় দৈবিক শক্তিতে, কিন্তু পূন্যলাভের মাপকাঠি এত ভিন্ন হয় কেন ?
নাকি বীর্যবান লিঙ্গের প্রদর্শন রজঃস্বলা যোনী প্রদর্শনের চেয়ে কম অশ্লীল ? সে মানুষই হোক আর দ্যাবতাই হোক !
নাকি বীর্যবান লিঙ্গের প্রদর্শন রজঃস্বলা যোনী প্রদর্শনের চেয়ে কম অশ্লীল ? সে মানুষই হোক আর দ্যাবতাই হোক !
ব্রহ্মদেব যদি জানতেন দ্যাবতাদের প্রাইভেট পার্টস নিয়েও মর্ত্যে কী বীভৎস ছেনালিপনা চলে ; তাহলে শিবকে নির্ঘাত 'ত্রাহি মাম' নোটিশে তৃতীয় নেত্রে সব ভষ্ম করার নির্দেশ দিতেন !
#মাথা_নোয়ানো মানুষ ধর্মপ্রাণ আস্তিক অথবা প্রভুভক্ত পরনির্ভরশীল হয় ।
#মাথা_ঘামানো মানুষ যুক্তিপরায়ন নাস্তিক অথবা স্বাধীনচেতা শ্রমজীবী হয় ।
#মাথা_ঘামানো মানুষ যুক্তিপরায়ন নাস্তিক অথবা স্বাধীনচেতা শ্রমজীবী হয় ।
মাথা নোয়ানোদের হাতে যেমন ধর্মের ধ্বজা সুরক্ষিত থাকে, তেমনি পুরুষানুভূতিও থাকে । তাদের কথায় বিশ্বাস জাগে , প্রশ্ন নয় ।
উল্টোদিকে , মাথা ঘামানোদের হাতে যত ডিগ্রীই থাক, তারা যত সম্মানই পাক না কেন, তাদের কথার পেছনে মনোবৃত্তি নিয়ে সবার মগজ-মনে 'রুদ্র রুদ্র'ভাব জাগে । ঠিক চোরের মন 'পুলিশ পুলিশ'-এর মত ।
তসলিমা প্রথমশ্রেনীর ব্যক্তি নন বলেই পাবলিক আপন মনের মাধুরি মিশায়ে তাঁর লেখার খাঁজে রুদ্রানুভূতির প্রলেপ মাখিয়ে নিজেদের ল্যাটেন্ট পুরুষানুভূতি ঢাকতে চাইছে । আসলে একটা ইস্যু তো চাই 'ম্যান-মেড' বিতর্ককে তসলিমা-মেড বানানোর জন্য ।
যাক গে, গত চারদিন ধরে একটা লেখার একশ' রিপ্লাইপোস্ট নাগাড়ে ঝেড়ে আপনারা যথেষ্ট ফুটেজ খেয়েছেন। খবরে থেকেছেন । ফুল সাকসেস ।
এবার একদলা ভাত বেশি খেয়ে সুখের ঢেঁকুর তুলে ঘুমাতে যান। এত বোদ্ধাদের আবার Insomnia syndrome দেখা দেয় কিনা !
এবার একদলা ভাত বেশি খেয়ে সুখের ঢেঁকুর তুলে ঘুমাতে যান। এত বোদ্ধাদের আবার Insomnia syndrome দেখা দেয় কিনা !
No comments:
Post a Comment