Tuesday, June 14, 2016

Titir Chakraborty ওরা সেদিন ঠান্ডা মাথায় একটা ছক কষে খুন করেছিল রোহিতকে। ওরা আজ আবার একটা ঠান্ডা ঘরে ক্ষমতার আরামকেদারায় বসে,মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকারকে খুন করার চেষ্টা করছে। অধ্যাপক তথাগত সেনগুপ্ত এবং অধ্যাপক কে রত্নমকে সাসপেন্ড করার ঔদ্ধত্য সেই খুনিদের ক্ষমতার এক্সিভিশন,আর আমরা কি শুধুই দর্শক? রোহিতরা তো মরেনা। ওরা যতবার রোহিতকে বা তার লড়াইকে খুন করতে চাইবে,ততবার আমাদের প্রত্যেকের মধ্যে একটা করে শপথ জন্ম নেবে। এই দাম্ভিক,অনাচারী হিটলারি ব্যবস্থাটাকে ছুঁড়ে ফেলে দেব আমরা,এই দম রাখি। পাশে আছি,HCU!

Titir Chakraborty
ওরা সেদিন ঠান্ডা মাথায় একটা ছক কষে খুন করেছিল রোহিতকে।
ওরা আজ আবার একটা ঠান্ডা ঘরে ক্ষমতার আরামকেদারায় বসে,মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকারকে খুন করার চেষ্টা করছে। অধ্যাপক তথাগত সেনগুপ্ত এবং অধ্যাপক কে রত্নমকে সাসপেন্ড করার ঔদ্ধত্য সেই খুনিদের ক্ষমতার এক্সিভিশন,আর আমরা কি শুধুই দর্শক?
রোহিতরা তো মরেনা। ওরা যতবার রোহিতকে বা তার লড়াইকে খুন করতে চাইবে,ততবার আমাদের প্রত্যেকের মধ্যে একটা করে শপথ জন্ম নেবে। এই দাম্ভিক,অনাচারী হিটলারি ব্যবস্থাটাকে ছুঁড়ে ফেলে দেব আমরা,এই দম রাখি।
পাশে আছি,HCU!

No comments:

Post a Comment