Monday, March 14, 2016

Assur Nagraj Chandal March 14 at 7:09am মোদির মাদার ইন্ডিয়া দুগ্ধ প্রকল্পঃ ভারতীয় জোয়ানদের জন্য আদীবাসী মূলনিবাসী মেয়েদের উন্মুক্ত বুকের দুধ মোদির মেক ইন ইন্ডিয়ার নতুন প্রোডাকশন। কারখানাটি সুকমার জঙ্গলের পেদরাস গ্রামে। ১৬ই জানুয়ারী ২০১৬ সাল থেকে এই রাষ্ট্রায়ত্ত কারখানাটি চালু হয়েছে। সরকারী নোটিশ অনুসারে দলিত আদিবাসী মেয়েদের একটি নির্দিষ্ট সময়ে ভারতীয় সেনাবাহিনীর সামনে নিজের স্তন খুলে সার দিয়ে দাঁড়তে হবে। স্তন উন্মুক্ত না করলে জোয়ানরা এসে টেনে ছিড়ে ফেলবে শাড়ি ব্লাউজ। এর পর শুরু হবে স্তন টিপে টিপে দুধ বের করার পালা। মহিলারা লজ্জা পেলে জোয়ানরাই টিপে দেখবে স্তন থেকে দুধ বেরয় কি না! এভাবেই চিহ্নিত হবে দুগ্ধবতী মহিলা এবং দুগ্ধহীন মহিলা। স্তন থেকে দুধ বেরলে “দুগ্ধবতী” বলে দাগিয়ে দেওয়া হবে আর দুধ না বেরলে “মাওবাদী” বলে দাগিয়ে দেওয়া হবে। আপাতত আদীবাসী মূলনিবাসী মেয়েদের জন্য শুরু হয়েছে এই দুগ্ধপ্রকল্প। জানিনা এর পরে নরেন্দ্র দামোদর দাস মোদি তার মা, বোন, বউ যশোদা বেন স্মৃতি ইরানী এবং সাধ্বীদেরও এই মহিলাদের লাইনে দাঁড় করিয়ে স্তন টিপে টিপে দুধ বের করবেন কি না!

   
Assur Nagraj Chandal
March 14 at 7:09am
 
মোদির মাদার ইন্ডিয়া দুগ্ধ প্রকল্পঃ
ভারতীয় জোয়ানদের জন্য আদীবাসী মূলনিবাসী মেয়েদের উন্মুক্ত বুকের দুধ মোদির মেক ইন ইন্ডিয়ার নতুন প্রোডাকশন। কারখানাটি সুকমার জঙ্গলের পেদরাস গ্রামে। ১৬ই জানুয়ারী ২০১৬ সাল থেকে এই রাষ্ট্রায়ত্ত কারখানাটি চালু হয়েছে।
সরকারী নোটিশ অনুসারে দলিত আদিবাসী মেয়েদের একটি নির্দিষ্ট সময়ে ভারতীয় সেনাবাহিনীর সামনে নিজের স্তন খুলে সার দিয়ে দাঁড়তে হবে। স্তন উন্মুক্ত না করলে জোয়ানরা এসে টেনে ছিড়ে ফেলবে শাড়ি ব্লাউজ। এর পর শুরু হবে স্তন টিপে টিপে দুধ বের করার পালা। মহিলারা লজ্জা পেলে জোয়ানরাই টিপে দেখবে স্তন থেকে দুধ বেরয় কি না! এভাবেই চিহ্নিত হবে দুগ্ধবতী মহিলা এবং দুগ্ধহীন মহিলা। স্তন থেকে দুধ বেরলে “দুগ্ধবতী” বলে দাগিয়ে দেওয়া হবে আর দুধ না বেরলে “মাওবাদী” বলে দাগিয়ে দেওয়া হবে।
আপাতত আদীবাসী মূলনিবাসী মেয়েদের জন্য শুরু হয়েছে এই দুগ্ধপ্রকল্প। জানিনা এর পরে নরেন্দ্র দামোদর দাস মোদি তার মা, বোন, বউ যশোদা বেন স্মৃতি ইরানী এবং সাধ্বীদেরও এই মহিলাদের লাইনে দাঁড় করিয়ে স্তন টিপে টিপে দুধ বের করবেন কি না!
মধ্যযুগ? মাওবাদী কিনা প্রমাণ দেবে বুকের দুধ!
eisamay.indiatimes.com
কোনও আদিবাসী মেয়ে মাওবাদী কি না, চিনবেন কী করে ? এ নিয়ে বিশেষ মাথা ঘামানোর প্রয়োজন নেই। আপনাকে পুলিশ...
 

No comments:

Post a Comment