Wednesday, June 22, 2016

SAVE Sundar Bans!রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র: বিপন্ন সুন্দরবন, বিপন্ন বাস্তুতন্ত্র-একটি মতবিনিময়মূলক আলোচনা সভা। যেভাবে সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার নামে নিজেদের আখের গোছাতে ব্যস্ত পুঁজিপতিরা, তাতে দীর্ঘদিন ধরে আন্দোলন গড়ে উঠেছে .. আলোচনায় প্রাথমিকভাবে আলোকপাত করবেন বাংলাদেশের রামপাল বিরোধী আন্দোলনের সংগঠক আনু মুহম্মদ, এ রাজ্যের বাস্তুতন্ত্র বিশেষজ্ঞ ধ্রুবজ্যোতি ঘোষ,সুন্দরবন অঞ্চলের কিছু অধিবাসী এবং সুন্দরবন বিষয়ক বিশেষজ্ঞ । এছাড়া থাকবেন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিরাও। দেখানো হবে তথ্যচিত্র 'লং লিভ সুন্দরবন'।

Shilpak Mukherjee 
রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র: বিপন্ন সুন্দরবন, বিপন্ন বাস্তুতন্ত্র-একটি মতবিনিময়মূলক আলোচনা সভা। যেভাবে সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার নামে নিজেদের আখের গোছাতে ব্যস্ত পুঁজিপতিরা, তাতে দীর্ঘদিন ধরে আন্দোলন গড়ে উঠেছে .. আলোচনায় প্রাথমিকভাবে আলোকপাত করবেন বাংলাদেশের রামপাল বিরোধী আন্দোলনের সংগঠক আনু মুহম্মদ, এ রাজ্যের বাস্তুতন্ত্র বিশেষজ্ঞ ধ্রুবজ্যোতি ঘোষ,সুন্দরবন অঞ্চলের কিছু অধিবাসী এবং সুন্দরবন বিষয়ক বিশেষজ্ঞ । এছাড়া থাকবেন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিরাও। দেখানো হবে তথ্যচিত্র 'লং লিভ সুন্দরবন'।
বর্তমানে পুঁজিবাদের হাত ধরে যেভাবে জল জঙ্গল জমি লুট হচ্ছে,তাতে শুধুমাত্র বিচ্ছিন্ন আন্দোলন পরিবেশ আন্দোলন কে দেখার দিন শেষ,. পুঁজিবাদ বিরোধী লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া,পরিবেশ আন্দোলন ও মানুষকে পরিবেশ সচেতন করা,বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে পরিবেশবান্ধব প্রকল্প গ্রহণ -এই তিনের মেলবন্ধন ঘটানো,আজকের দিনে সামাজিক আন্দোলনের কর্মীদের কাছে বড় চ্যালেঞ্জ ..কালকে এই সব প্রশ্নের উত্তর পেতেই হাজির থাকবো আমরা ..
'সায়েন্স ফর অল' এই উদ্যোগের আয়োজক মাত্র। এই উদ্যোগ 'রামপাল' আটকাতে চাওয়া সকলের... তাই এই সভাটিও সকলেরই... দিন-২২শে জুন, বুধবার, স্থান - মহাবোধী সোসাইটি সভাগৃহ, কলেজ স্ট্রীট কোলকাতা। সময়-বিকেল ৩:৩০।

No comments:

Post a Comment