Wednesday, June 22, 2016

সময়-পরিস্থিতি যখন একনাগার গোলমালে হাঁপিয়ে ওঠে তখনই জন্ম হয় কিছু বিরোধের। সেই কতদিন আগেই প্রথম শুনেছিলেম দুপায়ের বদলে চারপায়ে হাঁটা টা অসুস্থতা,তখন থেকেই মানছি নিয়মজাল, যাকে বলে বাঁধাধরা নিয়মজাল। যা কিনা মানতেই হয়! এর বাইরে বলাকেই তারা যথাসম্ভব সরলীকরন করে নাম দিয়েছে বিরোধিতা। চন্দ্রোদয় সোমবার,২০শে জুন

সময়-পরিস্থিতি যখন একনাগার গোলমালে হাঁপিয়ে ওঠে তখনই জন্ম হয় কিছু বিরোধের। সেই কতদিন আগেই প্রথম শুনেছিলেম দুপায়ের বদলে চারপায়ে হাঁটা টা অসুস্থতা,তখন থেকেই মানছি নিয়মজাল,
যাকে বলে বাঁধাধরা নিয়মজাল।
যা কিনা মানতেই হয়!
এর বাইরে বলাকেই তারা যথাসম্ভব সরলীকরন করে নাম দিয়েছে বিরোধিতা।
চন্দ্রোদয়
সোমবার,২০শে জুন

No comments:

Post a Comment