এই দিলীপ মালটার লেখাপড়া কতদুর? ইস্কুলে কোনদিন গিয়েছিল নাকি ঐ আরএসএসের টোলের বাইরে যায়নি? এরকম অশিক্ষিত ছাড়া বিজেপি হওয়া যায়না সেটা মোটামুটি সবাই যানে। মানে এই যেমন মনুস্মৃতি, মোদী এরাওও অশিক্ষিত। তবে এই দিলীপ মালটা অশিক্ষিতর সাথে সাথে বেশ বড় লেভেলের গাম্বাট। আরে দিল্লী ফিল্লি তে কয়েকটা চাড্ডী আছে কিন্তু এখানে তো কেউ নেই। মালটাকে পাবলিক যদি চাড্ডী পরিয়ে রাস্তায় দৌড় করায় তখন কী হবে? গাম্বাট ছাড়া কেউ এরকম নিজের অউকাতের বাইরে হুঙ্কার দেয় না।। পাবলিক মালটকে ক্ষমা ঘেন্না করে যতই ছেড়ে দেওয়ার চেষ্টা করুক বা কেন এই গাম্বাট সেটা কিছুতেই হতে দেবেনা। সামনে আবার কাঠফাটা রোদ্দুরের দিন আসছে। যাদবপুর থেকে দৌড় করানো শুরু হলে কেশব ভবন তো দূর ঢাকুরিয়া ব্রীজের আগেই হার্টফেল না করে যায়।
অতএব আবার একবার ক্ষমা ঘেন্না করে ছেড়ে দেওয়া হোক। তাছাড়া এরকম গাম্বাটের পেছনে নষ্ট করার মত সময় কোন ছাত্রছাত্রীর আছে বলেও মনে হয় না। তারা তো ওর মত আরএসএসের টোলে বড় হয় নি। তাদের অনেক দায়িত্ব আছে। অতএব দিলীপ কে রাস্তার নেড়ীকুত্তার মত আপাতত উপেক্ষা করা হোক। খালি ভোকভোক করলে আধলা ইট হাতে তুলে ভয় দেখালেই হবে ঠিক যেমন বাকী রাস্তার নেড়ীকুত্তা গুলোকে আমরা ভয় দেখাই। |
|
No comments:
Post a Comment