আগামী ১৭ই জুলাই রোহিত ভেমুলার প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের ৬ মাস পূর্ণ হতে চলেছে। এখনো গ্রেপ্তার হয়নি আপ্পা রাও, স্মৃতি ইরানী এবং বাঙ্গারু দত্তাত্রেয়র মত মূল অভিযুক্তরা। বরং শাসক দল বিজেপি রোহিতকে দোষী সব্যস্ত করার জন্য চক্রান্তের পর চক্রান্ত করে চলেছে।
রোহিত হত্যাকাণ্ডের পর এই অভিযুক্তদের নামে SC/ST Atrocities Act. 1989 অনুসারে কেস হয়। এই কেসকে ভণ্ডুল করার জন্য বিজেপি রোহিত দলিত নয় বলে প্রমান করার জন্য উঠেপড়ে লাগে। আদালত মহাকুমা অফিস থেকে সঠিক তথ্য জানতে চায়। সাম্প্রতি মহাকুমা অফিস থেকে জানানো হয়েছে যে রোহিত মালা জাতির ছাত্র এবং সে তপশীলি জাতি ভুক্ত ছিলেন।
এই খবর জানার পরেই ছাত্রছাত্রীরা উত্তাল হয়ে ওঠে। তারা আপ্পা রাওয়ের পদত্যাগের দাবীতে সোচ্চার হয়ে ওঠে।
রোহিত হত্যাকাণ্ডের পর এই অভিযুক্তদের নামে SC/ST Atrocities Act. 1989 অনুসারে কেস হয়। এই কেসকে ভণ্ডুল করার জন্য বিজেপি রোহিত দলিত নয় বলে প্রমান করার জন্য উঠেপড়ে লাগে। আদালত মহাকুমা অফিস থেকে সঠিক তথ্য জানতে চায়। সাম্প্রতি মহাকুমা অফিস থেকে জানানো হয়েছে যে রোহিত মালা জাতির ছাত্র এবং সে তপশীলি জাতি ভুক্ত ছিলেন।
এই খবর জানার পরেই ছাত্রছাত্রীরা উত্তাল হয়ে ওঠে। তারা আপ্পা রাওয়ের পদত্যাগের দাবীতে সোচ্চার হয়ে ওঠে।
বন্ধুরা আমরা বুঝতে পারছি যে জাতির বৃহত্তর আন্দোলন ছাড়া বিজেপির কানে জল যাবে না। তাই রোহিতের স্বাধিকার আন্দোলনকে দলিতের স্বাধিকার আন্দোলন হিসেবে দেখতে হবে।
আমারা কাজ শুরু করেছি। নানা জেলায় শুরু হয়েছে প্রস্তুতি সভা। আগামী ২৬শে জুন আমারা নদীয়া জেলার কৃষ্ণনগর এবং বগুলাতে মিলিত হচ্ছি।
আমারা কাজ শুরু করেছি। নানা জেলায় শুরু হয়েছে প্রস্তুতি সভা। আগামী ২৬শে জুন আমারা নদীয়া জেলার কৃষ্ণনগর এবং বগুলাতে মিলিত হচ্ছি।
আপনাদের এলাকায়ও এই প্রস্তুতি সভা আয়োজন করার জন্য আহ্বান জানাচ্ছি।
জয় ভীম জয় ভারত।
রোহিত স্বাধিকার আন্দোলন জিন্দাবাদ।
জয় ভীম জয় ভারত।
রোহিত স্বাধিকার আন্দোলন জিন্দাবাদ।

No comments:
Post a Comment