Hiranmay Sarkar toনিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি। NiBBUSS
ভারত সরকার নাগরিকত্ব আইন ২০০৩ পুনর সংশোধনের পথে.....
কোন আন্দোলন ব্যর্থহয়না।কারন নাগরিকত্বের আইন ২০০৩ সংশোধনের দাবীনিয়ে নিখিলভারত বা উ স সমিতি ২০০৫ থেকে আন্দোলন করেচলেছে।দিল্লীর রাজপথে ২০১১,২০১৫ আন্দোলন আমরা করেছি।২০১২ সালে মাভালঙ্কর হলে সর্বভারতীয় সভাকরেছি।মাননীয় গৃহমন্ত্রী শ্রী রাজনাথ সিং মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী নীতিন গটকরি ,মাননীয় সুষমা স্বরাজ,শ্রী কৈলাশ ভিজয় বর্গী সহ শীর্স্থ্য নেতাদের সংগে আমরা বৈঠক করেছি।
দেরীহলেও ভারত সরকার আগামীতে নাগরিকত্ব আইন সংশোধন করতে চলেছে।সেজন্য ভারত সরকারকে নিখিল ভারত সমিতির পক্ষথেকে ধন্যবাদ জানাই,এবং অনুরোধ জানাই ধর্মীয় অত্যাচারের স্বীকার হয়ে ঘেসব বাঙালী হিন্দুরা(সংখ্যালঘুরা) ভারতে আশ্রয় নিয়েছে ,তাদের ভাবাইকে ভারতীয় নাগরিকত্ব দেবার ব্যবস্থা করাহোক। সংগে পেপার কাটিং পোষ্টকরাহোল।জয় নিখিল ভারত।
দেরীহলেও ভারত সরকার আগামীতে নাগরিকত্ব আইন সংশোধন করতে চলেছে।সেজন্য ভারত সরকারকে নিখিল ভারত সমিতির পক্ষথেকে ধন্যবাদ জানাই,এবং অনুরোধ জানাই ধর্মীয় অত্যাচারের স্বীকার হয়ে ঘেসব বাঙালী হিন্দুরা(সংখ্যালঘুরা) ভারতে আশ্রয় নিয়েছে ,তাদের ভাবাইকে ভারতীয় নাগরিকত্ব দেবার ব্যবস্থা করাহোক। সংগে পেপার কাটিং পোষ্টকরাহোল।জয় নিখিল ভারত।
No comments:
Post a Comment