Wednesday, July 6, 2016

গতকয়েকদিন আগে পেপার থেকে জানতে পারলাম যে মাননীয়া মুখ্যমুন্ত্রী বলেছেন নুতন করে আর কোনো সরকারি জমি জবর দখল করতে দেওয়া হবেনা। তিনি নির্দেশ দিয়েছেন জবর দখল কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ্যা নিতে। শুনে খুব খুশী হয়েছি কিন্তু বাস্তবে কাজটা করবে কে? কারন যারা করবে তারা.............. । আমাদের ডায়মন্ড হারবারে সরকাবি জমি জবর দখল তো সর্ববৃহৎ শিল্প। এখানে সরকারি রাস্তার উপর ছাদ পড়ে, ম্যাপে উল্লেখিত রাস্তা দখল করে চারতলা বাড়ি উঠে, পৌর প্রশাসন ও সরকারি প্রশাসন এবং পুলিশ প্রশাসন একে অণ্যকে দেখায়। আর যারা প্রতিবাদ করে তারা মার খায়। কবে কথা ও কাজের মিল হবে সেই আশায় থাকলাম।

গতকয়েকদিন আগে পেপার থেকে জানতে পারলাম যে মাননীয়া মুখ্যমুন্ত্রী বলেছেন নুতন করে আর কোনো সরকারি জমি জবর দখল করতে দেওয়া হবেনা। তিনি নির্দেশ দিয়েছেন জবর দখল কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ্যা নিতে। শুনে খুব খুশী হয়েছি কিন্তু বাস্তবে কাজটা করবে কে? কারন যারা করবে তারা.............. । আমাদের ডায়মন্ড হারবারে সরকাবি জমি জবর দখল তো সর্ববৃহৎ শিল্প। এখানে সরকারি রাস্তার উপর ছাদ পড়ে, ম্যাপে উল্লেখিত রাস্তা দখল করে চারতলা বাড়ি উঠে, পৌর প্রশাসন ও সরকারি প্রশাসন এবং পুলিশ প্রশাসন একে অণ্যকে দেখায়। আর যারা প্রতিবাদ করে তারা মার খায়। কবে কথা ও কাজের মিল হবে সেই আশায় থাকলাম।

No comments:

Post a Comment