In reference to Ramdas Athawale and the debate ongoing!Refugee Problem and Ambedkarite movement!
Ananda Kumar Biswas wrote and introduced the debate.
1946 থেকে আজকের দিন দির্ঘ্ 70 বছর পরে (Republican Party Of India) অবিভক্ত ভারতে স্বাধীন মন্ত্রী বাবাসাহেব Dr. B. R Ambedkar -এর পরে আজ স্বাধীন ভারতের প্রথম দলিত(UNTUCHABLE) ঘরানায় প্রথম স্বাধীন মন্ত্রী হলেন মাননীয় মন্ত্রী রামদাস আঠাওলে, একমাত্র বাবাসাহেবের উত্তরসুরি,
০৫/০৭/২০১৬, ১১টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে স্বাধীণ মন্ত্রীর সপথ নিলেন রিপাবলিকান পার্টি অফ্ ইন্ডিয়ার (R.P.I) এর রাজ্যসভার সংসদ রাম দাস আঠাওলে ।
এই প্রথম ১৯ জন মন্ত্রীর মধ্যে আঠাওলে সাহেব সপথ বাক্যে ইশ্বরের নামে সফথ নিলেন না । বাবা সাহেবের সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে শপথ বাক্য পাঠ করলেন । সর্ব শেষে বাবা সাহেবের নামে "জয় ভীম, জয় ভারত" ধ্বনিতে জয় জয়কার করলেন ।
এই প্রথম ১৯ জন মন্ত্রীর মধ্যে আঠাওলে সাহেব সপথ বাক্যে ইশ্বরের নামে সফথ নিলেন না । বাবা সাহেবের সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে শপথ বাক্য পাঠ করলেন । সর্ব শেষে বাবা সাহেবের নামে "জয় ভীম, জয় ভারত" ধ্বনিতে জয় জয়কার করলেন ।
সেলুট আঠাওলে সাহেব -কে
"জয় ভীম, জয় ভারত"
"জয় ভীম, জয় ভারত"
No comments:
Post a Comment