Nagraj Chandal
মিশন ২০২১ঃ
বন্ধুরা এবার সরাসরি ১৮ থেকে ৪০ বছরের যুবক যুবতীদের নাম লেখানোর জন্য রিক্রুটমেন্ট শিবির খুলে বসল আরএসএস। ইতিমধ্যেই তারা কয়েকটি মিটিং সংগঠিত করে বাজার দেখে নিয়েছে। এবার তাই সরাসরি রিক্রুটমেন্ট। শিবির শুরু হবে নদীয়ার কল্যাণীতে। দেওয়া হবে যাতায়াত ভাড়া ও দুপুরের খাবার। এই শিবিরের দায়িত্ব পেয়েছে কয়েকজন বেতনভুগী দালাল।
এরা বাবাসাহেবের ছবিকে শিখন্ডি করে ব্রাহ্মণদের এঁটো বিতরণ করছে। আমরা দেখতে চাই কতজন এই এঁটো খাবার জন্য পাত পাততে চলেছেন।
বন্ধুরা এবার সরাসরি ১৮ থেকে ৪০ বছরের যুবক যুবতীদের নাম লেখানোর জন্য রিক্রুটমেন্ট শিবির খুলে বসল আরএসএস। ইতিমধ্যেই তারা কয়েকটি মিটিং সংগঠিত করে বাজার দেখে নিয়েছে। এবার তাই সরাসরি রিক্রুটমেন্ট। শিবির শুরু হবে নদীয়ার কল্যাণীতে। দেওয়া হবে যাতায়াত ভাড়া ও দুপুরের খাবার। এই শিবিরের দায়িত্ব পেয়েছে কয়েকজন বেতনভুগী দালাল।
এরা বাবাসাহেবের ছবিকে শিখন্ডি করে ব্রাহ্মণদের এঁটো বিতরণ করছে। আমরা দেখতে চাই কতজন এই এঁটো খাবার জন্য পাত পাততে চলেছেন।
এদের প্রচারের ভাষা শুনলেই বুঝতে পারবেন যে এরা মোটেই আম্বেদকরবাদী নয়। এরা শূদ্রদের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলতে চাইছে।
এই দালালরা রিজার্ভেশন খতম করতে চায়।
এই দালালরা সংবিধান বাবাসাহেবের লেখা নয় বলে দাবী করে।
এই দালালরা মনে করে এই সংবিধান নাকি ব্রিটিশের আইন।
এই দালালরা সংবিধান সম্পূর্ণ ভাবে নষ্ট করতে চায়।
এই দালালরা মনুর আইনকে পুনরায় লাগু করতে চায়।
এই দালালরা সংবিধান বাবাসাহেবের লেখা নয় বলে দাবী করে।
এই দালালরা মনে করে এই সংবিধান নাকি ব্রিটিশের আইন।
এই দালালরা সংবিধান সম্পূর্ণ ভাবে নষ্ট করতে চায়।
এই দালালরা মনুর আইনকে পুনরায় লাগু করতে চায়।
এই দালালদের বিরুদ্ধে এখনি সচেতন না হলে আবার বহুজন সমাজ বামুনের সেবাদাসে পরিণত হবে। সাবধান থাকুন।
জয় ভীম, জয় ভারত ......
No comments:
Post a Comment