এ সহজ-সরল বিশ্লেষণটা আশা করি এবার বুঝতে পারছেন আমার হিন্দু ধর্মাবলম্বীর ভাই-বোনেরা। এতটুকু পড়ে এখন অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে, কেন নিজের মা, মাতৃভাষা এবং দেশ কে মা হিসেবে গণ্য করলে ক্ষতি কি?.. সুন্দর প্রশ্ন। এ প্রশ্নের উত্তরে বলব যে, হ্যাঁ, মা এর মতোই ভালবাসা যায় দেশ-মাতৃভাষা কে। কিন্তু দেবীরূপে কল্পনা করে বন্দনা, পূজা বা জয়ধ্বনি দেওয়াটা ইসলাম ধর্মাবলম্বী লোকের নিকট জায়েজ নয়। আল্লাহ ব্যতীত অন্য কারোকে কল্পনা করে পূজা বা বন্দনা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে । হ্যাঁ, নিদেনপক্ষে দেশের জয়ধ্বনি দেওয়া যেতে পারে যেমন ‘জয় ভারতের জয়’ বা "জয়হিন্দ!’...সুমনা চৌধুরীর (Sumona Choudhury)নিবন্ধ বাকিটা পড়ুন... |
No comments:
Post a Comment