M M Abdur Rahaman
নজরুলে ১১৭তম জন্মদিনের আহ্বান___
আজ হৃদয়ের জাম ধরা যত কপাট ভাঙিয়া দাও
রঙকরা ঐ চামড়ার যত আবরণ খুলে নাও
আকাশের বুকে যত বায়ু আছে হইয়া জমাট নীল
কোলাকুলি করে ঢুকুক এ'বুকে খুলে দাও যত খিল..
রঙকরা ঐ চামড়ার যত আবরণ খুলে নাও
আকাশের বুকে যত বায়ু আছে হইয়া জমাট নীল
কোলাকুলি করে ঢুকুক এ'বুকে খুলে দাও যত খিল..
আজ নজরুলের জন্মদিন। পৃথিবীতে বাংলা ভাষায় দ্বিতীয় শির্ষ জনপ্রিয় বাঙালি কবি হিসাবে তার খ্যাতি অম্লান। তিনি কি কেবলই কবি? না। তিনি একাধারে কবি-বিপ্লবি। তিনি বিপ্লবের আহ্বানে কেবল কবিতা গান লিখেই খ্যান্ত থাকেন নি। তিনি সমাজের মধ্যে জমে থাকা যা কিছু পুরান সনাতন পচা তার বিরুদ্ধে বিদ্রোহেরও ডাক দিয়েছেন। তিনি বিদ্রোহের ডাক দিয়েছেন সর্বপ্রকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যবাদী শ্বেতাঙ্গ আর্য বর্ণবাদী ইংরেজ শাসনের বিরুদ্ধে। ফলে তাকে যেমন সহ্য করতে হয়েছে জাতের বজ্জাতি, পুলিশি নির্যাতনও। জেল খাটতে হয়েছে কবিতা লিখে, কারাগারে বদ্ধগৃহে বন্দি হতে হয়েছে বৈষম্যের বিরুদ্ধে গান গেয়ে।
তাই তিনি অচিরেই পিরিচিত লাভ করেছেন বিদ্রোহি কবি রূপে। এটি তার ক্ষনজন্মা পরিচয় মাত্র। একথা ভুলে গেলে চলবে না চিরন্তন নজরুলের পরিচয় আলাদা।
কেমন সেই নজরুল? আসুন আলোচনা করি নজরুলের নানা দিক নিয়ে...
তাই তিনি অচিরেই পিরিচিত লাভ করেছেন বিদ্রোহি কবি রূপে। এটি তার ক্ষনজন্মা পরিচয় মাত্র। একথা ভুলে গেলে চলবে না চিরন্তন নজরুলের পরিচয় আলাদা।
কেমন সেই নজরুল? আসুন আলোচনা করি নজরুলের নানা দিক নিয়ে...
No comments:
Post a Comment