Wednesday, May 25, 2016

..কর্নাটকের ৬৬৪ উদ্বাস্তু পরিবার ভারতীয় নাগরিকত্ব ও পুনরবাসন পাবার পথে..... Subodh Biswas

..কর্নাটকের ৬৬৪ উদ্বাস্তু পরিবার ভারতীয় 

নাগরিকত্ব ও পুনরবাসন পাবার পথে.....

Subodh Biswas
................................
............................................
কর্নাটকের ছিন্ধানুরে পাঁচটি উদ্বাস্তু পুনর্বসতি উদ্বাস্তু বাঙালি গ্রাম।২৫ হাজার ছিন্নমূল বাঙালিরা কয়েক দশক ধরে বসবাস করছেন। পাঁচটি গ্রামে ৬৬৪ পরিবারের নিকট কোন রকম ভারতীয় প্রমানপএ ছিলনা। ২০০৭ সালে সুনিল মিস্ত্রীর নেতৃত্বে কেন্দ্রিয় গৃহমন্ত্রী শ্রী শিবরাজ পাটিলকে নাগরিকত্বের দাবিচেয়ে স্মারকলিপি দেন।
তারপর ২০১১ সালে কর্নাটকে নিখিল ভারত সমিতির রাজ্যশাখা কমিটি গঠিত হয়।২০১০ সালথেকে ঘুষপেটিয়া অভিযোগে ৬৬৪ পরিবারের উপর বারবার প্রশাসন হয়রানি ও আইনি কারবাই হতেথাকে। প্রতিবার নিখিল ভারত সমিতি তার মোকাবিলা করে উদ্বাস্তুদের সুরক্ষা দিতে সফল হয়েছে। এবং ক্রমাগত আন্দোলন চালিয়েগেছেন।
আনন্দের সংবাদ কেন্দ্রসরকার সমিতির দাবী মেনেনিয়েছেন। এবং গৃহমন্ত্রী শ্রী রাজনাথ সম্প্রতি ৬৬৪ পরিবারকে ভারতীয় নাগরিকত্ব সহ পুনর্বাসন প্রদানের নির্দেশ দিয়েছেন। হতভাগ্য কয়েক হাজার ছিন্নমূল উদ্বাস্তুরা নতুন ভাবে ভারতে সুখে শান্তিতে জীবন যাপন করার সুযোগ পেলেন।
কেন্দ্রিয় সরকারকে ধন্যবাদ জানাই।এবং কর্নাটক কমিটির পদাধিকারী ও সমিতিক সকল সদস্যদের সংগ্রামী ভিনন্দন জানাই।
কেন্দ্রিয় সরকারের Order number: NR 65 GR 3400, NISTU no 406 ,S job 1/rapoj/RcR/2016 RH colony no2 to 5, No'MPKL-206-7:1140dt-01-2007 total 664-36/628 Bharath ya proutiya no MPKL-206-07:1140dt"18-01-2007

No comments:

Post a Comment