Wednesday, May 25, 2016

মমতা ব্যানার্জিকে যেমন একসময় সন্ত্রাসের শিকার হতে হয়েছিল আপনিও তাই হতে চাইছেন।

মমতা ব্যানার্জিকে যেমন একসময় সন্ত্রাসের শিকার হতে হয়েছিল আপনিও 

তাই হতে চাইছেন।
Soumyadeep Das
হঠাৎ করে সংবাদটি শুনে আতকে উঠেছিলাম, খুবই কষ্ট হয়েছিল, এইরকম ঘটনা কখনো মেনে নেওয়া যায়না ভেবেছিলাম।
-
রুপা গাঙ্গুলি নাকি হাসপাতালে ভর্তি, উনার শারিরীক পরিস্থিতি সঙ্কটজনক, মাথায় অনেক গুলো সেলাই পড়েছে। মানুষ হয়ে খুবই কষ্ট হয়েছিল।
আমার কাছে উনি মহাভারতের শ্রেষ্ঠ চরিত্র।
উনার অভিনয়ে মুগ্ধ ছিলাম।
-
যখন উনার খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এসব কিছুই হয়নি, নিজেই নিজের কাপড়ের আঁচল ছিড়ে দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তখন মনে হল সত্যিই একজন প্রকৃত অভিনেত্রী।
-
রুপা গাঙ্গুলিকে আমার কতগুলো প্রশ্ন আছে--
-
এক) সত্যিই করে বলুন তো ওখানে দলবল নিয়ে কি করতে গিয়েছিলেন ?
-
দুই ) ফেরার পথে গাড়ি থামিয়ে কোন উদ্দেশ্যে একজন নিরীহ মানুষকে মারধর করতে গিয়েছিলেন? ?
-
আমি বলছি আপনি পারিবারিক ঝামেলা মেটাতে গিয়েছিলেন, কারন যে পরিবারের প্রতি সমর্থন করতে গিয়েছিলেন সে বিজেপি করেন।
আর যাকে মারধর করেছিলেন তিনি প্রতিবেশী নিরীহ মানুষ।
-
সেই নিরীহ মানুষটি যখন পাড়ায় গিয়ে খবর দিয়েছিলেন যে তাকে রাস্তায় মারধর করেছিলেন তখন পাড়ার সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছিল।
আর আপনি নিজেই নিজের শাড়ির আঁচল ছিড়ে ফেলে হাসপাতালে চিকিৎসাধীন অভিনয় করলেন।
-
মহাভারতে যখন আপনার অর্থাৎ দৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন সেই দৃশ্যে আপনার প্রতি খুবই কষ্ট হয়েছিল।
-
শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করে ডেকেছিলাম- হে কৃষ্ণ তুমি দৌপদীর বস্ত্রহরণ থেকে রক্ষা করো।
কিন্তু রাজনৈতিক দৌপদীর বস্ত্র ছেঁড়া আমাকে বিন্দু মাত্র লজ্জিত অথবা বিচলিত করেনি।
কারন এক্ষেত্রে দুর্যোধনের কাজ দৌপদী নিজেই সম্পন্ন করেছিল।।
-
একটা কথা বলে রাখি, আপনি মমতা ব্যানার্জির মতো হতে চাইছেন তা বোঝায় যাচ্ছে।
মমতা ব্যানার্জিকে যেমন একসময় সন্ত্রাসের শিকার হতে হয়েছিল আপনিও তাই হতে চাইছেন।
যাইহোক সে চাওয়া যেতেই পারে গনতন্ত্রের দেশে সবার সবকিছু চাওয়া-পাওয়া থাকতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি একটাই পৃথিবীতে জন্ম নেয়, আপনি শতকোটি চেষ্টা করলেও পারবেন না।
-
তাহলে আপনার ''আইডল'' মমতা ব্যানার্জি সেই বিষয়ে আর সন্দেহের কোনো অবকাশ নেই, প্রমাণিত।।
-
শুভেচ্ছা রইল, সুস্থ থাকুন।
-
‪#‎AITCWining‬ ‪#‎RealBengal‬ ‪#‎Bengalpolls‬ ‪#‎EgiyeBangla‬ ‪#‎MamataBanerjee‬‪#‎AbhishekhBanerjee‬

No comments:

Post a Comment