Tuesday, May 24, 2016

সংখ্যাগরিষ্ঠের মতামতই সঠিক এটা ভুল ধারণা ... একটা নির্বাচন কখনই ঠিক করতে পারেনা কে চোর আর কে সৎ...

Aniruddha Roni Banerjee
গ্যালিলিও গ্যালিলেই এক দিন বলেছিলেন "পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে " ...সেই সময় তামাম বিশ্বের চার্চ যেটাকে মিথ্যে বলে ঘোষণা করেছিল, মানুষও বিশ্বাস করেছিল... কিন্তু আজকে সত্যিটা প্রমাণিত...
টাইটানিক তৈরি হবার পর বিশ্বের তামাম ইঞ্জিনিয়ারা বলেছিল "এ জাহাজ ডুবে যাওয়া অসম্ভব" কিন্তু জার্মানির এক ইঞ্জিনিয়ার বলেছিল এই জাহাজ এ কিছু প্রযুক্তিগত ত্রুটি রয়েছে তখন তাকে পাগল বলা হয়েছিল, তার পরের ঘটনা আমাদের সবারই জানা..........
কাজেই সংখ্যাগরিষ্ঠের মতামতই সঠিক এটা ভুল ধারণা ...
একটা নির্বাচন কখনই ঠিক করতে পারেনা কে চোর আর কে সৎ...।

No comments:

Post a Comment