Wednesday, May 25, 2016

Hindol Bhattacharjee যত অপমান করো যতই চাবুক হোক হাসি যত শ্লেষ, ঘৃণা দাও যত রক্তপাত দাও তুমি আমি এই বৃষ্টি মেখে আগুনে নীরব হয়ে আছি। তুমি যাও দূরের টিকিটে। আমি এই শহরেই সুতোর ওপর দিয়ে হাঁটতে শিখেছি।



যত অপমান করো
যতই চাবুক হোক হাসি
যত শ্লেষ, ঘৃণা দাও
যত রক্তপাত দাও তুমি
আমি এই বৃষ্টি মেখে
আগুনে নীরব হয়ে আছি।
তুমি যাও দূরের টিকিটে।
আমি এই শহরেই
সুতোর ওপর দিয়ে
হাঁটতে শিখেছি।

No comments:

Post a Comment