গল্পের সেই কালিদাসকে মনে পড়ে? যিনি যে ডালে বসতেন সেই ডালটাই কাটতেন! এই গানটি সেই কানিদাসদের নিয়ে। কালিদাসঃ কথাঃ শরদিন্দু উদ্দীপন সুরঃ প্রচলিত বিদ্যার গর্ব মানায় না তোর ও ভাই কালিদাস তুই বসলি যে ডালে কাটলি সে ডাল করলি টা কার সর্বনাশ।। তোর জাতিরে দিল যারা অবজ্ঞা আর গ্লানি তাদের নীতি আপন করে সাজলি মহাজ্ঞানী । তুই বর্ণচোরা শৃগাল সেজে করলি হোক্কাহুয়ার বদ অভ্যাস।। পশুর থেকে অধম বলে ঘৃণা করল যারা সব কিছু তোর কেড়ে নিয়ে করল সর্বহারা । ওরে ভুলে গেলি সে সব কথা খুলে দেখ না ইতিহাস।। মোছাতে এ জাতির ব্যথা ঘোচাতে আন্ধার এল হরিচাঁদ, গুরুচাঁদ, ফুলে সাহুজী আম্বেদকর । পেলি তাদের দয়ায় বিবি টিভি গাড়ি বাড়ি ভোগ বিলাস ।। এখনো তোর সময় আছে ও ভাই কালিদাস আপন পথে স্বজন সাথে চিনে নে নিবাস। নইলে মূর্খ বলে গণ্য হবি কাটবে না তোর বনবাস ।।
No comments:
Post a Comment