Wednesday, May 25, 2016

রোহিত ভেমুলাকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আজকের গান ঃ শম্বূক তুমি বলেছিলে সূর্যটা কারো বাপের বাধ্য নয়


  • রোহিত ভেমুলাকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আজকের গান ঃ শম্বূক তুমি বলেছিলে সূর্যটা কারো বাপের বাধ্য নয় আলো দিতে তার বাঁধা নেই কোন প্রতি ঘরে একই সোনা রোদ ছড়াল ভূবনময়। শম্বূক তুমি বলেছিলে... হাওয়া শনশন বয়ে যায় অনিবার ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ নেই কোন সকলের তরে একই সে অঙ্গীকার।। শম্বূক তুমি বলেছিলে মানুষে মানুষে ভেদাভেদ কিছু নাই একই সে মানুষ জ্ঞানের সারনা ধরে সত্যের পথে মিলেছে সর্বদাই।। শম্বূক তুমি বলেছিলে রামের খড়্গ কাটে যদি তব শির হাজার হাজার শম্বূক জেগে রবে মিছিলে মিছিলে তারাই জমাবে ভীড়।। ***************************************** জ্ঞানের উষ্ণ অনুরাগে হাজার শম্বূক জাগে রোহিতের বলিদান হবে না সে কভু ম্লান সাম্যের সুশাসন মাগে ।।
    SARADINDU UDDIPAN · 362 VIEWS
  • গল্পের সেই কালিদাসকে মনে পড়ে? যিনি যে ডালে বসতেন সেই ডালটাই কাটতেন! এই গানটি সেই কানিদাসদের নিয়ে। কালিদাসঃ কথাঃ শরদিন্দু উদ্দীপন সুরঃ প্রচলিত বিদ্যার গর্ব মানায় না তোর ও ভাই কালিদাস তুই বসলি যে ডালে কাটলি সে ডাল করলি টা কার সর্বনাশ।। তোর জাতিরে দিল যারা অবজ্ঞা আর গ্লানি তাদের নীতি আপন করে সাজলি মহাজ্ঞানী । তুই বর্ণচোরা শৃগাল সেজে করলি হোক্কাহুয়ার বদ অভ্যাস।। পশুর থেকে অধম বলে ঘৃণা করল যারা সব কিছু তোর কেড়ে নিয়ে করল সর্বহারা । ওরে ভুলে গেলি সে সব কথা খুলে দেখ না ইতিহাস।। মোছাতে এ জাতির ব্যথা ঘোচাতে আন্ধার এল হরিচাঁদ, গুরুচাঁদ, ফুলে সাহুজী আম্বেদকর । পেলি তাদের দয়ায় বিবি টিভি গাড়ি বাড়ি ভোগ বিলাস ।। এখনো তোর সময় আছে ও ভাই কালিদাস আপন পথে স্বজন সাথে চিনে নে নিবাস। নইলে মূর্খ বলে গণ্য হবি কাটবে না তোর বনবাস ।।
    SARADINDU UDDIPAN · 900 VIEWS
  • No comments:

    Post a Comment