Sunday, May 1, 2016

মে দিবস জিন্দাবাদ। মনে পড়ে প্রেসিডেন্সির সামনে মিটিং, সকলে মিলে কারখানার সামনে অনুষ্ঠান, গণবিষাণের গান, ছোট ছোট মিছিল, গ্রামের আলপথের ধারে বসে পড়ে সিগারেট, বাগমারির কাছে বস্তির মধ্যে আমাদের অফিসঘরে স্টাডি ক্লাস। মনে পড়ে পার্থদা, সৌমেন্দ্রদা, বিলু, বর্ণালী, কুন্তলকে। কী করছে রণজিৎদা? সাগরিকাদি? নবদা কোথায় এখন? চিন্ময় দা? মনে পড়ে প্রেসিডেন্সির জনিদার ঘরের সামনে আমাদের পোস্টারিং। নিশান বিক্রি। সুমনদার অনুষ্ঠান, প্রতুলদার গান, মৌসুমী ভৌমিক। মনে পড়ছে কার্ল মার্ক্স এতটা কলঙ্কিত হননি তখনো। মনে পড়ছে সোভিয়েত ভেঙে গেছে। মনে পড়ছে শংকর গুহনিয়োগীর কথা। মনে পড়ছে নবারুণদাকে। লাল সেলাম বন্ধুরা। যে দলেই থাকুন, লাল সেলাম।


Hindol Bhattacharjee
মে দিবস জিন্দাবাদ। 
মনে পড়ে প্রেসিডেন্সির সামনে মিটিং, সকলে মিলে কারখানার সামনে অনুষ্ঠান, গণবিষাণের গান, ছোট ছোট মিছিল, গ্রামের আলপথের ধারে বসে পড়ে সিগারেট, বাগমারির কাছে বস্তির মধ্যে আমাদের অফিসঘরে স্টাডি ক্লাস। মনে পড়ে পার্থদা, সৌমেন্দ্রদা, বিলু, বর্ণালী, কুন্তলকে। কী করছে রণজিৎদা? সাগরিকাদি? নবদা কোথায় এখন? চিন্ময় দা? মনে পড়ে প্রেসিডেন্সির জনিদার ঘরের সামনে আমাদের পোস্টারিং। নিশান বিক্রি। সুমনদার অনুষ্ঠান, প্রতুলদার গান, মৌসুমী ভৌমিক। 
মনে পড়ছে কার্ল মার্ক্স এতটা কলঙ্কিত হননি তখনো।
মনে পড়ছে সোভিয়েত ভেঙে গেছে।
মনে পড়ছে শংকর গুহনিয়োগীর কথা।
মনে পড়ছে নবারুণদাকে।
লাল সেলাম বন্ধুরা।
যে দলেই থাকুন, লাল সেলাম।

No comments:

Post a Comment