Saturday, May 21, 2016

বাক্ ৯৮

প্রিয় পাঠক, 

শুভেচ্ছা জানাই। প্রকাশিত হল আমাদের মাসিক কবিতা ব্লগজিন ‘বাক্’-এর ৯৮তম সংখ্যাটি। 

এবারের সংখ্যায় রয়েছে ১৯ জনের কবিতা। 'কবিতা সূর্মা' বিভাগে রিমি দে-র গদ্য। সাক্ষাৎকার বিভাগে রঞ্জন মৈত্র-র সঙ্গে কথোপকথন এই সংখ্যায় শেষ হল। শুরু হল বিশ্বরূপ দে সরকারের আগুনঝরা সাক্ষাৎকার, সেখানে তিনি বাংলা কবিতার ও নব্বইয়ের দশকের অনেক গোপন কথা এবং রাজনীতি ফাঁস করে দিয়েছেন। অনুবাদ বিভাগে রয়েছেন ইওসিকে তানাকা আর রিওকান। এবারের 'গল্পনা' লিখেছেন নিবেদিতা ঘোষ মার্জিত। হারানো কবিতার বিভাগে রয়েছে ঈশ্বর ত্রিপাঠীর হ্রস্ব মূল্যায়ন এবং একগুচ্ছ কবিতা। চলছে ধারাবাহিক উপন্যাস 'বঙ্কিমচন্দ্র'। 'এ মাসের কবি' বিভাগে রয়েছেন কবি মলয় রায়চৌধুরী তাঁর কিছু সদ্য লেখা কবিতা নিয়ে। তাছাড়াও 'দৃশ্যত' বিভাগে একঝাঁক স্মরণীয় ছবি এবং 'পাঠম্যানিয়ার পেরিস্কোপ'-এ পুস্তক আলোচনা।

আমরা আশা করছি আপনার উপস্থিতি এবং মূল্যবান মতামত আমাদের শ্রম ও আকুলতাকে সার্থক করবে। ক্লিক করুন-

আমাদের আয়োজন আপনার অপেক্ষায় আছে।
 
অনুপম মুখোপাধ্যায়

No comments:

Post a Comment