Thursday, May 5, 2016

Hindol Bhattacharjee অধর্মকথা প্রকাশ : ভারত মাতা কী জয়


Hindol Bhattacharjee
অধর্মকথা
প্রকাশ : ভারত মাতা কী জয়
ভেঙে পড়ে গেছে, ভেঙে যাওয়াটাই নিয়তিসম্মত
চোখরাঙানির ভয়ে ধর্মও অধর্ম হয়ে যায়
পড়ে থাকে মৃতদেহ, সভ্যতার, শ্মশানের মত
কেউ কারো পক্ষে নয়, আগুন শরীর শুধু খায়।
২.
কোন পক্ষে আছ তুমি? কার রঙ শরীরে মেখেছ?
চোখে চোখে ইশারায় কাকে বলো দেখে নেবে আজ?
হননকারীর মত নিহতও অপেক্ষায় থাকে
তাই বর্ণ বর্ম হয়, কখনো বা হয় যুদ্ধসাজ!
৩.
কেমন শিকারী হয়ে গেছ তুমি এমন জঙ্গলে!
সন্ত্রাসে ঘাপটি মারছ, গুঁড়ি মেরে চুপ করে আছ
কে আসছে? কে? পায়ের শব্দে মনে হয় স্বাধীন সাহস
তুমি তাকে মেরে ফ্যালো, কথা বলতে দিলে কথা, বার্তা হয়ে যাবে
৪.
ধর্মের ভিতরে গুঁড়ি মেরে আছে
অধর্মজাতক
সে এক অসুখ খুব
আগুনের মত
সেও জ্বলে, তোমাকে জ্বালায়
তাকে চিনতে পারো যদি
হিংসা নয়, সত্য কথা বোলো
৫.
তোমার দিকে আঙুল তুলে
কথা বলার সাহস
আছে তোমার?
আয়না বড় কঠিন
তার
চৌকাঠে পা রাখলে বোঝা যায়
কেউই নিজের ছায়ার কাছে
হিসেব চায় না--
মুখ লুকোতে ধর্ম কেন লাগে?
৬.
আগুন জ্বলছে, শোনো,
আগুন চায় আলোর স্বভাব
আলো তাকে পোড়াতে পারে না
আগুন পোড়ায়
৭.
একজন
ঘৃণা করতে করতে
ঘৃণা করতে করতে
অন্ধ হয়ে গেছে
আরেকজন
ভালোবাসতে বাসতে
ভালোবাসতে বাসতে
অন্ধ হয়ে গেছে
দুজনেই অন্ধ
তবু দুজনের অন্ধকার আলাদা
৮.
ধর্ম বলল- তুমি মৌলবাদ
দু:খ বলল - তুমি হিংসা
শান্তি বলল- তুমি প্রেম
সুন্দর বলল- তুমি প্রতিবাদ
অধর্ম কিছুই বলল না
খোপ কেটে কেটে
সে বলে দিল-- কোথায় ধর্ম থাকবে আর কোথায় প্রতিবাদ
খোপ কাটা কাজ তার
জানে না, সে নিজেই থাকে ছোট ঘরে
খোপ কাটা তারও

No comments:

Post a Comment