Sunday, May 22, 2016

Yashodhara Ray Chaudhuri এই ফেসবুকেই আমরা ' তা বড় ইন্টেলেকচুয়াল' সেজেে বিগ মিডিয়া কে যতরকম গালাগালি করি , তেমন আর কোত্থাও না। অথচ আমাদের ভোটের ফল সম্পর্কিত পূর্বাভাষ থেকে শুরু করে কোন কবির বই কিনে পড়ব সবটাই বিগ মিডিয়ার দ্বারাই নিয়ন্ত্রিত। সে ক্ষেত্রে কী সুন্দর আমরা সব দোষ ও দায় বিগ মিডিয়ার ওপরেই চাপাই। আমাদের যেন কোন দায় নেই। ধিক্‌ বাঙালি, যারা কলকাতা থেকে দু পা দূরে গ্রামেও যাইনা, সাধারণ মানুষের মন ও জানতে চাই না। মিডিয়া প্রসাদ ধন্য নয় এমন কবিদের নাম জানার তো প্রশ্নই নেই। আমরা, আমরা , আমরা। কয়েকদিন ধরেই ভাবছি একটা এপিটাফ লিখব, এই আমরা -গোষ্ঠীটার ওপরে।

Yashodhara Ray Chaudhuri

এই ফেসবুকেই আমরা ' তা বড় ইন্টেলেকচুয়াল' সেজেে বিগ মিডিয়া কে যতরকম গালাগালি করি , তেমন আর কোত্থাও না। অথচ আমাদের ভোটের ফল সম্পর্কিত পূর্বাভাষ থেকে শুরু করে কোন কবির বই কিনে পড়ব সবটাই বিগ মিডিয়ার দ্বারাই নিয়ন্ত্রিত। সে ক্ষেত্রে কী সুন্দর আমরা সব দোষ ও দায় বিগ মিডিয়ার ওপরেই চাপাই। আমাদের যেন কোন দায় নেই। ধিক্‌ বাঙালি, যারা কলকাতা থেকে দু পা দূরে গ্রামেও যাইনা, সাধারণ মানুষের মন ও জানতে চাই না। মিডিয়া প্রসাদ ধন্য নয় এমন কবিদের নাম জানার তো প্রশ্নই নেই।
আমরা, আমরা , আমরা। কয়েকদিন ধরেই ভাবছি একটা এপিটাফ লিখব, এই আমরা -গোষ্ঠীটার ওপরে।

No comments:

Post a Comment