Aneek Chakraborty
অর্ডিন্যান্স এনে নিট বাতিল করা হল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সই হবে, ধরে নেওয়া যায়। এতে ভালোই হবে রাজ্যের ছেলেমেয়েদের।
কিন্তু সেমিনারটার কী করব কিছুই বুঝতে পারছি না। হল বুক হয়ে গেছে। বিভিন্ন শুভানুধ্যায়ী টাকাও পাঠিয়েছেন অনেকখানি। সেসব ছাড়াও, নোট তৈরির ব্যাপারটাও অনেকদূর এগিয়েছে। পরীক্ষার্থীদের সেই রাজ্য জয়েন্ট তো দিতেই হবে, তো তারা কি আসবে সেমিনারটায়? তাহলে এগোনো যায়। নয়তো এগিয়ে লাভ নেই।
একটু খোলামেলা আলোচনা হলে ভালো হয়

No comments:
Post a Comment