Saturday, May 21, 2016

Aneek Chakraborty ফুসফুসে ক্যানসার নিয়ে প্রিয়জন মফস্বল থেকে এসেছিল কলকাতার নামী নার্সিংহোমে ভোরবেলায় ক্যাথেটার- স্যালাইন- অক্সিজেন নল খুলে রেখে ছাদ ফুঁড়ে বেরিয়ে আজ ফিরে গেছে মফস্বলে পেটানো শরীর ছিল জানেন শেষকালে ফুলে গিয়ে পড়ে ছিল অথর্বের মত... আমি জানতাম না যখন খবর পেলাম সন্ধ্যে নাগাদ কাকু ততক্ষণে মেঘ ফুঁড়ে বেরিয়ে গেছেন আর বলে গেছেন রেফারেন্স ফ্রেম অনুযায়ী আমরা সবাই জীবিত ও মৃতের মধ্যে যে কোনও একটি সম্ভাবনায় থাকতে পারি সেক্ষেত্রে বাকি সবকিছুই অর্থহীন হয়ে যেতে পারে আমি জানতাম না রেফারেন্স ফ্রেমের ব্যাপারে আমরা আপাতত কেউই কিছু জানি না


Aneek Chakraborty

ফুসফুসে ক্যানসার নিয়ে প্রিয়জন
মফস্বল থেকে এসেছিল কলকাতার নামী নার্সিংহোমে
ভোরবেলায় ক্যাথেটার- স্যালাইন- অক্সিজেন নল খুলে রেখে
ছাদ ফুঁড়ে বেরিয়ে আজ ফিরে গেছে মফস্বলে
পেটানো শরীর ছিল জানেন
শেষকালে ফুলে গিয়ে পড়ে ছিল অথর্বের মত...
আমি জানতাম না
যখন খবর পেলাম সন্ধ্যে নাগাদ
কাকু ততক্ষণে মেঘ ফুঁড়ে বেরিয়ে গেছেন
আর বলে গেছেন
রেফারেন্স ফ্রেম অনুযায়ী আমরা সবাই
জীবিত ও মৃতের মধ্যে যে কোনও একটি সম্ভাবনায় থাকতে পারি
সেক্ষেত্রে বাকি সবকিছুই অর্থহীন হয়ে যেতে পারে
আমি জানতাম না
রেফারেন্স ফ্রেমের ব্যাপারে আমরা আপাতত কেউই কিছু জানি না

No comments:

Post a Comment