Monday, May 2, 2016

Yashodhara Ray Chaudhuri · কাল দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে সন্ধে সাড়ে ছটায় ফিরতে ফিরতে দেখলাম, আকাশের রঙ টা রয়্যাল ব্লু থেকে ব্লু ব্ল্যাক কালির দিকে পালটে যাচ্ছে। মনে পড়তেই শ্রীজাত আর আমি একইসঙ্গে বললাম, এটা সত্যজিৎ রায়ের কোন একটা লেখায় ছিল না? বাঙালির সংস্কৃতি র পুরো চালচিত্রের রঙ যদি রবি ঠাকুর, তাহলে শহুরে মধ্যবিত্ত এলিটিস্ট শিক্ষিত বাঙালিত্বের মেধাবী মার্কারের আঁচড় সত্যজিৎ। ২ মে রে-ডে তে, তাঁকে পেন্নাম।


কাল দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে সন্ধে সাড়ে ছটায় ফিরতে ফিরতে দেখলাম, আকাশের রঙ টা রয়্যাল ব্লু থেকে ব্লু ব্ল্যাক কালির দিকে পালটে যাচ্ছে। মনে পড়তেই শ্রীজাত আর আমি একইসঙ্গে বললাম, এটা সত্যজিৎ রায়ের কোন একটা লেখায় ছিল না?
বাঙালির সংস্কৃতি র পুরো চালচিত্রের রঙ যদি রবি ঠাকুর, তাহলে শহুরে মধ্যবিত্ত এলিটিস্ট শিক্ষিত বাঙালিত্বের মেধাবী মার্কারের আঁচড় সত্যজিৎ।
২ মে রে-ডে তে, তাঁকে পেন্নাম।

No comments:

Post a Comment