Monday, May 23, 2016

আশা করছি এখনো,আশা করে যাব, এই রাজনৈতিক প্রতিহিংসা একদিন বন্ধ হবে। এই নোংরা সিস্টেম একদিন বন্ধ হবে। নতুন এক সমাজের সন্ধান করবার সময় চলে এসেছে বহুদিন, এবার শুধু হাতে হাত মিলিয়ে নামার পালা।

Samir Rana 
এই সিস্টেম এর সন্ত্রাসবাদীতার আবার খানিক আভাস পেলাম। ৪০ জন পুরুষ-মহিলা আসে এক মহিলা কে হেনস্থা করতে,উনি আগে পালিয়ে গেছিলেন ঘর ছেড়ে,ভাগ্যিস নাহলে দিনে দুপুরে যে মদ্যপ লোকেরা এসেছিল, আমার কোন কল্পনা নেই ওরা কি করত।
ওনার ছেলে কে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া এবং মারধর করার পর বেরিয়ে গেল ওরা। হাত-পা কাঁপুনি টা ওর হয়ত কেটেছে আরো ২০ মিনিট পরে। না,ও পালটা হাত ও চালায় নি। কারন ও জানে এই যারা এসেছিল ওরা নেশাগ্রস্ত, ওরা নেশাগ্রস্ত ক্ষমতার।
সবচেয়ে বড় কথা এটা সিপিএম-তৃনমুল দ্বন্দ নয়। এটা তৃনমুল-তৃনমুল দ্বন্দ। হাস্যকর বিষয়ইই মনে হয়। এই পরিস্থিতিরর স্বাদ না নিয়ে দেখলে বোঝাই যায়না ওই হাস্যকর পরিস্থিতি কতটা ভয়ংকর। ভোট মানে গনতন্ত্র,গায়ের জোর দেখানো তো কোনমতেই নয়। তৃনমুল-বিজেপি-সিপিএম আলাদা নয়,সবই ক্ষমতালোভী, এবং সবই মানুষ। ক্ষমতার নিচুস্তরের লোকজনেরা রাজনৈতিক আদর্শের কিসসু বোঝেনা। তারা বোঝে শত্রু আর বন্ধু, স্বপক্ষ আর বিপক্ষ। আর ভেদাভেদ থাকলেই জন্ম হয় হিংসার।তার পরেই ছদ্মবেশী গণতন্ত্র স্বমহীমায় বারে বারে দিকে দিকে ফিরে আসে। আর সাধারণ মানুষ ক্ষমতার পায়ে পদপিষ্ট হতে থাকে। প্রশাসন তখন আবার প্রমান করে ওরা কতটা নিরপেক্ষ। আশা করছি এখনো,আশা করে যাব, এই রাজনৈতিক প্রতিহিংসা একদিন বন্ধ হবে। এই নোংরা সিস্টেম একদিন বন্ধ হবে। নতুন এক সমাজের সন্ধান করবার সময় চলে এসেছে বহুদিন, এবার শুধু হাতে হাত মিলিয়ে নামার পালা।

No comments:

Post a Comment