Monday, May 23, 2016

Kapil Krishna Thakur · সণ্ত্রাস ও অসহিষ্ণুতার কোন স্থান নেই গণতণ্ত্রে, গণতণ্ত্রহীনতায় সব থেকে ক্ষতিগ্রস্থ হয় সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া অংশ।তাদের অধিকার লুণ্ঠিত হয় সবার আগে।গণতণ্ত্র রক্ষার প্রশ্ণে নিশ্চুপ থাকার অর্থ মাৎস্যন্যায়ের সমর্থক হিসেবে নিজেকে প্রতিপন্ন করা।


সণ্ত্রাস ও অসহিষ্ণুতার কোন স্থান নেই গণতণ্ত্রে, গণতণ্ত্রহীনতায় সব থেকে ক্ষতিগ্রস্থ হয় সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া অংশ।তাদের অধিকার লুণ্ঠিত হয় সবার আগে।গণতণ্ত্র রক্ষার প্রশ্ণে নিশ্চুপ থাকার অর্থ মাৎস্যন্যায়ের সমর্থক হিসেবে নিজেকে প্রতিপন্ন করা।
Like
Comment
Comments
Ankan Mandal 2021 a ni66it poriborton
LikeReply1May 21 at 5:08pm
বঙ্গীয়হরিগুরুচাঁদআম্বেদকর চেতনা মঞ্চ গণতন্ত্রে শাসন দুই ভাবে হয় -1)বন্দুকের ডগায় 2)জনমোহিনি কাজে ;
এখন শাসক উভয়কে এক সঙ্গে ব্যবহার করছে ; এতে মাটির লড়াই মাথা চাড়া দেওয়া কঠিন ; ফলে দলিত বা পিছড়ে বর্গ ব্রাত্য ই থেকে যাচ্ছে ; আর যে সমস্ত পিছড়ে বর্গের লোক শাসকের স্বাদ পায় তাঁরা সব ভুলে চাটুকার হয়ে পড়ে ,এতে ক্ষতিগ্রস্ত হয় পিছড়ে বর্গের মানুষ ; এর সম্পূর্ণ দোষ নীতিহীন পিছড়ে বর্গের বুদ্ধিজীবী দের ;
LikeReply3May 21 at 6:06pm
Kapil Krishna Thakur বন্দুকের মুখেই তো গণতন্ত্রের মৃত্যু, আমাদের সংবিধানের মর্মবাণীটিকে শাসকেরা বারবার ভুলে যায়।অথচ সংবিধানের শর্ত মেনেই তারা শপথ নেয়।দোষ কেন শুধু পিছড়ে বর্গের হবে? তারাতো থাকে ক্ষমতার শেষ প্রান্তে।দেখতে হবে নিয়ন্ত্রনের চাবিটা কার বা কাদের হাতে।
LikeReply5 hrs
Harshabardhan Choudhury Ganotantra mane jangan dara nirbachito sarkar. Aj porjanta jara shashok boyechen tara pujipatider takay ar gundader sahayatay janganke bibhranto kore bhote jitechhe.Nahole je deshe 75% loke din ane din khay se dese 75% MP crorepati. Tai Sangsade gariber sarthe kono ain tairi hoy na. Prkrito Ganotantro pratistha korte corporate der kachh theke chanda neoa ar gunda posa nishiddha karar janno larte habe.

No comments:

Post a Comment