Monday, May 23, 2016

Saradindu Uddipan তিনি শুধু কপিল, মৃদুল বা মঞ্জুলের জননী নন, তিনি কোটিকোটি মতুয়ার বড়মা। লোভ এবং ক্ষমতার জন্য তাকে মেরে ফেলার এই চক্রান্তকে তীব্র নিন্দা করছি। ঠাকুর বাড়ির অন্দরে যে ভাবে লোভ, দুর্নীতি ও জিঘাংসা দানা বেঁধেছে তার শোচনীয় পরিণাম এইভাবে দেখতে পাব সেটা কল্পনাও করতে পারিনি। যে বা যারা এই পাশবিক ঘটনার জন্য দায়ী তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি। এই পিশাচদের বর্জন করার জন্য আবেদন করছি।





 
তিনি শুধু কপিল, মৃদুল বা মঞ্জুলের জননী নন, তিনি কোটিকোটি মতুয়ার বড়মা। লোভ এবং ক্ষমতার জন্য তাকে মেরে ফেলার এই চক্রান্তকে তীব্র নিন্দা করছি।
ঠাকুর বাড়ির অন্দরে যে ভাবে লোভ, দুর্নীতি ও জিঘাংসা দানা বেঁধেছে তার শোচনীয় পরিণাম এইভাবে দেখতে পাব সেটা কল্পনাও করতে পারিনি।
যে বা যারা এই পাশবিক ঘটনার জন্য দায়ী তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি। এই পিশাচদের বর্জন করার জন্য আবেদন করছি।

Nishith Sarkar আফশোস বা ধিক্কার জানিয়ে এই অপরাধের বিচার সম্ভব নয়, তার চাইতে আসুন সকলে মিলে একটা সময় বের করে একসঙ্গে ওই বাড়িতে যাই, আর ওদের বুঝিয়ে দেই যে ঠাকুর যে আদর্শ তুলে ধরার জন্য জীবনভর লড়াই করেছেন সেই লড়াইকে আপনারা সম্মান না দিতে পারলেও এই সমাজ তাকে অবমাননা করতে দেবে না, ওদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে ওই বাড়ি থেকে উৎখাত করে ওটা ট্রাষ্টি বোর্ডের হাতেই পরিচালনার দায়িত্ব দেওয়া হোক, শুধু বড়মাকে তার শেষদিন পর্যন্ত ওই বাড়িতে থাকতে দেওয়া হোক, বাকি সবাইকে ওই সময়ের মধ্যেই বাড়ি ছাড়তে বাধ্য করা হোক...
ভেবে দেখুন, যদি ঠিক মনে হয়, তাহলে দিন ধার্য করুন.
LikeReply159 mins
Murtoza Khondekar ধিক্কার....!
LikeReply14 mins

Manotosh Bairagi মাকে যে এ ভাবে মারা যায় এখনো বিশ্বাস করতে পারছি না। রাজনীতির নোংরা ঘোলাজলে শিক্ষাহীন মমতা কে দলের রশিতে বাধতে এবং মতুয়াদের শেষ করতে এটা চক্রান্ত নয় তো? যদি সত্যি হয় তাহলে যে সমস্ত দাদালরা ওদের পুস্টি য়োগায় এবং নিজের আখের গোছায় সকলকে বর্জন করে ট্রাসটি গঠন করে নতুন ভাবে এগোতে হবে।

1 comment:

  1. এখনি এই কুলংগারদের ঐ বাড়ি থেকে উৎখাত করা দরকার। একটি শক্ত ট্রাস্টি গঠন করে তার উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার।

    ReplyDelete