তিনি শুধু কপিল, মৃদুল বা মঞ্জুলের জননী নন, তিনি কোটিকোটি মতুয়ার বড়মা। লোভ এবং ক্ষমতার জন্য তাকে মেরে ফেলার এই চক্রান্তকে তীব্র নিন্দা করছি।
ঠাকুর বাড়ির অন্দরে যে ভাবে লোভ, দুর্নীতি ও জিঘাংসা দানা বেঁধেছে তার শোচনীয় পরিণাম এইভাবে দেখতে পাব সেটা কল্পনাও করতে পারিনি।
ঠাকুর বাড়ির অন্দরে যে ভাবে লোভ, দুর্নীতি ও জিঘাংসা দানা বেঁধেছে তার শোচনীয় পরিণাম এইভাবে দেখতে পাব সেটা কল্পনাও করতে পারিনি।
যে বা যারা এই পাশবিক ঘটনার জন্য দায়ী তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি। এই পিশাচদের বর্জন করার জন্য আবেদন করছি।
এখনি এই কুলংগারদের ঐ বাড়ি থেকে উৎখাত করা দরকার। একটি শক্ত ট্রাস্টি গঠন করে তার উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার।
ReplyDelete