Hindol Bhattacharjee না মোটেই তা নই। যারা চেনেন আমায় তারা জানেন, আমি কাঠখোট্টা নই। কিন্তু এই অবদমিত যৌনতার হালকা হালকা ভার্চুয়াল মুক্তির স্বাদ পেতে যারা আসেন, তাদের আর কোনো কাজ নেই। ফেসবুক আলোচনার জায়গা, বিজ্ঞাপনের জায়গা, মার্কেটিং আর পি আর এর জায়গা। আর খুব ভাল প্ল্যাটফর্ম। বন্ধু পাতাতে adult friend finder আছে তো। যান না। সব রকম পাবেন। আপনাকে বললাম না কিন্তু। তাদের বললাম যারা অকারণ বাজে প্রশ্ন করে, যেন আমি তাকে নিয়ে শোব। কী জ্বালা রে ভাই! বিচিত্র সব লোকজন
দয়া করে ইনবক্সে এসে কি খেলেন, হ্যাড ডিনার --- জাতীয় প্রশ্ন করে বিব্রত করবেন না। মেসেঞ্জার বেজে ওঠে অকারণ ডাকে। কথা থাকলে বলুন, সত্যি কিছু বলার থাকলে। এত অকারণ প্রশ্নের জবাব আমার মাকেই দিই না তো আপনারা
দয়া করে ইনবক্সে এসে কি খেলেন, হ্যাড ডিনার --- জাতীয় প্রশ্ন করে বিব্রত করবেন না। মেসেঞ্জার বেজে ওঠে অকারণ ডাকে। কথা থাকলে বলুন, সত্যি কিছু বলার থাকলে। এত অকারণ প্রশ্নের জবাব আমার মাকেই দিই না তো আপনারা
No comments:
Post a Comment