Sunday, May 1, 2016

এ২২% হালো একটি নয়নাভিরাম সৌরবলয়। সূর্যের আলো যখন লক্ষ লক্ষ ছয়খুপি যুক্ত (hexagonal ice crystals) ঘন বেস্টিত স্ফটিকস্বচ্ছ বরফের উপর পড়ে তখন মোটামুটি সূর্যের ২২% বেস্টন করে একটি আলোর বলয় তৈরি হয়। এই সৌর বলয় বছরে অন্তত ১০০ বার দেখা যায়। আজ ৩০শে এপ্রিল দক্ষিণ বঙ্গের প্রায় প্রতি জেলা থেকে সূর্যের চারপাশে এই অনন্য সুন্দর বলয় দৃশ্য গোচর হয়।

এ২২% হালো একটি নয়নাভিরাম সৌরবলয়। সূর্যের আলো যখন লক্ষ লক্ষ ছয়খুপি যুক্ত (hexagonal ice crystals) ঘন বেস্টিত স্ফটিকস্বচ্ছ বরফের উপর পড়ে তখন মোটামুটি সূর্যের ২২% বেস্টন করে একটি আলোর বলয় তৈরি হয়। এই সৌর বলয় বছরে অন্তত ১০০ বার দেখা যায়।
আজ ৩০শে এপ্রিল দক্ষিণ বঙ্গের প্রায় প্রতি জেলা থেকে সূর্যের চারপাশে এই অনন্য সুন্দর বলয় দৃশ্য গোচর হয়।

No comments:

Post a Comment